ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার বাতাসের মাধ্যমেও করোনা ছড়াতে পারে বলে আশঙ্কা হু’র 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুলাই ৮, ২০২০
এবার বাতাসের মাধ্যমেও করোনা ছড়াতে পারে বলে আশঙ্কা হু’র  .

করোনা ভাইরাস বাতাসবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি বাতাসে এ ভাইরাসের দীর্ঘক্ষণ ভেসে থাকা ও অনেক দূর পর্যন্ত বাহিত হওয়ার প্রমাণ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

খুব শিগগিরই তারা এ ব্যাপারে নতুন করে বিবৃতি দেবে বলে জানিয়েছে।  

বুধবার (৮ জুলাই) জেনেভায় এক প্রেস সম্মেলনে এ কথা জানায় হু।  
 
আন্তর্জাতিকি সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, এর আগ পর্যন্ত হু বলে আসছিল, সংক্রমিত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায় করোনা এবং তা দুই মিটারের বেশি যেতে পারে না। হাঁচি-কাশির ভারী কণার সঙ্গে নির্গত হয় বলে এটি দ্রুত নিচে পড়ে যায়। কিন্তু গত সোমবার (৬ জুলাই) বিশ্বের ৩২টি দেশের ২৩৯ জন বিজ্ঞানী এক বিবৃতিতে হুর ওই ব্যাখ্যার বিরোধীতা করে জানান, তাদের কাছে শক্ত প্রমাণ আছে যে, বাতাসে ভেসে করোনা ভাইরাস ২ মিটারের চেয়েও অনেক বেশি দূর পর্যন্ত যেতে পারে।  

তারা জানান, সংক্রমিতের নিঃশ্বাস বা হাঁচি-কাশি থেকে নির্গত ৫ মাইক্রোমিটার সাইজের নিচের কণায় ভর করে করোনা ভাইরাস বাতাসে কয়েক ঘণ্টা ভেসে থাকতে পারে, এবং ১০ মিটার পর্যন্ত যেতে পারে।   

বিজ্ঞানীদের ওই দাবির পরিপ্রেক্ষিতে হুর ঊর্ধতন কর্মকর্তা বেনডেট্টা অ্যালেগ্রানজি জানান, আমরা স্বীকার করছি বাতাসে অনেক দূর পর্যন্ত করোনা ভাইরাস ছড়ানোর প্রমাণ পাওয়া যাচ্ছে।  

হু জানায়, আবদ্ধ স্থান, ভিড়ভাট্টাসহ  বিশেষ অবস্থায় করওনা অনেক দূর পর্যন্ত ছড়ানোর প্রমাণ মিলছে। এ ব্যাপারে নিশ্চিত হতে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।  

এদিকে এ ঘটনা যদি সত্যি হয়, তাহলে করোনা প্রতিরোধের কৌশলেও বড়সড় বদল আসার সম্ভাবনা রয়েছে। এর আগ পর্যন্ত কেবল ২ মিটার দূরত্ব বজায় রাখা ও সাবান দিয়ে হাত ধোয়ার কথা বলা হলেও, নতুন প্রেক্ষাপটে আরও সতর্কতা যুক্ত হতে পারে।

বাংলাদেশ সময়: ১৮০৮  ঘণ্টা, জুলাই ০৮, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।