ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সেনেগালে শিশুদের ভিক্ষাবৃত্তিতে নামানো নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১০
সেনেগালে শিশুদের ভিক্ষাবৃত্তিতে নামানো নিষিদ্ধ

ডাকার (সেনেগাল): সেনেগালে শিক্ষার্থীদের ভিক্ষাবৃত্তিতে নামতে বাধ্য করায় ৭ শিক্ষককে শাস্তি দিয়েছে দেশটির আদালত।

সেনেগালের ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের নিজেদের জীবিকার ব্যবস্থা করতে শিক্ষার্থীদের ভিক্ষাবৃত্তিতে নামতে বাধ্য করে থাকেন।



অভিযুক্ত ৭ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালত আদেশে জানান, এভাবে শিক্ষার্থীদের আবারও ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হলে শাস্তি হিসেবে ৬ মাসের জন্য জেলে যেতে হবে।

আদালতের এ নির্দেশের আগে আশা করা হয়েছিল, এ অপরাধের জন্য বেশ কঠিন শাস্তি ঘোষণা করা হবে। কিন্তু বাস্তবে যে শাস্তি ঘোষণা করা হয়, তা ছিল প্রতিকী।

হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, সেনেগালে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০ হাজার শিক্ষার্থী তাদের শিক্ষকদের জন্য ভিক্ষাবৃত্তিতে বাধ্য হয়।

আদালত প্রথমবারের মতো এবারই শিক্ষার্থীদের অপব্যবহারের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করলো।
পাঁচ বছর আগে আইন পাশ করা হয়, কাউকে জোরপূর্বক ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হলে, তা শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য হবে। কিন্তু বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যায়নি।

আদালতের এ আদেশের ফলে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিক্রিয়ায় জানায়, এটি একটি সঠিক পদক্ষেপ। তবে সমস্যা সমাধানে একে অবশ্যই কাজে লাগাতে হবে।

সংগঠনটির পরিসংখ্যান অনুযায়ী, সেনেগাল ও গিনি বিসাউয়ের হাজার হাজার ধর্মীয় শিক্ষার্থী এ ধরনের ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।