ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভিয়েনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
ভিয়েনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩ ছবি: সংগৃহীত

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সন্ত্রাসীদের গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন বন্দুকধারীও রয়েছেন।

এতে আহত হয়েছে বেশ কয়েকজন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার (২ নভেম্বর) দিনগত রাত আটটার দিকে বন্দুকধারী সন্ত্রাসীরা ভিয়েনার কেন্দ্রস্থলের ছয়টি স্থানে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালায়। এতে দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ এ ঘটনাকে ‘ঘৃণ্য সন্ত্রাসী হামলা’ আখ্যায়িত করে জানিয়েছেন যে বন্দুকধারীদের একজন নিহত হয়েছেন।

এদিকে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হামলাকারীদের একজনকে এখনো খুঁজছে পুলিশ।

করোনার সংক্রমণ ঠেকাতে দেশটিতে নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হয়। এর কয়েক ঘণ্টা আগে এ ঘটনা ঘটলো। এ সময় অনেক মানুষ বাইরে ছিল। ঠিক কতজন হামলাকারী এতে অংশ নিয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

অস্ট্রিয়ার গণমাধ্যম বলছে, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ইউরোপীয় নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।  

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ভয়ানক এ হামলার ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।