ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় অবশেষে ঝুলন্ত সরকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০
অস্ট্রেলিয়ায় অবশেষে ঝুলন্ত সরকার

ক্যানবেরা: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড মঙ্গলবার অবশেষে ঝুলন্ত সরকার গঠন করেছেন।

গিলার্ডই অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন।

তবে তিনি গ্রিন ও স্বতন্ত্র সংসদ সদস্যের সমর্থন নিয়ে বিজয়ী হলেন।

প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড এ বলে শপথ নেন, ‘আমি জুলিয়া গিলার্ড দৃঢ়তার সাথে ঘোষণা করছি যে, আমি অস্ট্রেলিয়ার কমনওয়েলথের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করছি।

অবিবাহিত দ্য পাউন্ড পম নামে খ্যাত গিলার্ড ১৯৬৬ সালে ওয়েলস থেকে সাবেক হেয়ার ড্রেসার টিম ম্যাথিসনের সহযোগী হিসেবে অস্ট্রেলিয়া এসে পৌঁছান।

গত ২১ আগস্ট অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেড়শ আসনের মধ্যে ৭৬টি আসন পায় লেবার দল। মাত্র একটি আসনের সংখ্যা গরিষ্ঠতা নিয়ে লেবার দলের নেতৃত্বাধীন কোয়ালিশন সরকার গঠন করেন গিলার্ড।

গিলার্ড গত জুন মাসে দলের অভ্যন্তরীন ভোটাভুটিতে সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাডকে পরাজিত করে দলের নেতৃত্ব গ্রহণ করেন।

গিলার্ডের মন্ত্রীসভায় স্টেফিন স্মিথ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত পেনি ওংয়ের সাথে একই মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান ওয়েন সোয়ান।

বাংলাদেশ সময়: ১৪৩৪, সেপ্টেম্বর ১৪, ২০১০





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।