ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে দ্বিতীয় ধাপে ভ্যাকসিন নেবেন মোদি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
ভারতে দ্বিতীয় ধাপে ভ্যাকসিন নেবেন মোদি

ভারতে প্রায় তিন হাজার কেন্দ্রে একসঙ্গে করোনা ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলমান এ কর্মসূচির দ্বিতীয় ধাপে এবার তিনি নিজেই ভ্যাকসিন নেবেন।

নরেন্দ্র মোদি ছাড়াও এ পর্যায়ে ভ্যাকসিন দেওয়া হবে দেশটির ৫০ বছর বয়োসোর্ধ্ব সকল মুখ্যমন্ত্রী, মন্ত্রী, এমপি এবং আইনসভার সদস্যদের (এমএলএ)। এর আগে গত ১৬ জানুয়ারি ভারতে শুরু হয়ে নিজেদের উৎপাদিত ভ্যাকসিন প্রদান কর্মসূচি।

প্রথম দফায় ভারতের চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্সচালক, স্বাস্থ্যকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীরা করোনার ভ্যাকসিন পাবেন। এরপর দেয়ার কথা পুলিশ, সামরিক বাহিনীসহ বিভিন্ন পর্যায়ের করোনাযোদ্ধাদের।

প্রাথমিকভাবে প্রায় তিন কোটি মানুষকে ভ্যাকসিন দেয়ার লক্ষ্য নিয়েছে দেশটি। আর দ্বিতীয় ধাপের কর্মসূচিতে ৫০ বছর বয়োসোর্ধ্ব সবাইকে ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা রয়েছে ভারত সরকারে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।