ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

মিয়ানমারে সেনাপণ্য বয়কটের ডাক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
মিয়ানমারে সেনাপণ্য বয়কটের ডাক

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর সেনা সংশ্লিষ্ট পণ্য এবং সেবা বয়কটের ডাক দিয়েছেন নাগরিকরা।

মিয়ানমার টাইমস জানিয়েছে, মিয়ানমারের জনগণ সামরিক বাহিনীর একনায়কতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের প্রতি সমর্থনের প্রতীক হিসেবে ‘সেনাপণ্য বর্জন করুন’ নামে প্রচারাভিযান শুরু করেছেন।

 

মিয়ানমারের সেনাবাহিনী খাদ্য ও পানীয় পণ্য, বিনোদন শিল্প, ইন্টারনেট সেবা প্রদানকারী, ব্যাংক, আর্থিক উদ্যোগ, হাসপাতাল, তেল কোম্পানি এবং পাইকারি ও খুচরা ব্যবসার সঙ্গে জড়িত।

ইতোমধ্যে বেশ কয়েকজন সেলিব্রিটি সশস্ত্র বাহিনী সম্পর্কিত যে কোনো কাজের অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন।  

গত নভেম্বরের সাধারণ নির্বাচন নিয়ে সরকার এবং সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনার মধ্যেই দেশটিতে ফের সামরিক অভ্যুত্থান হলো। গত ১ ফেব্রুয়ারি সেই অভুত্থানের পর দেশটির প্রেসিডেন্ট ইউ উইন মিন্ট এবং রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে আটক করা হয়।

দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।