ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গণতন্ত্রের দাবিতে মিয়ানমারে যুগের সর্ববৃহৎ বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
গণতন্ত্রের দাবিতে মিয়ানমারে যুগের সর্ববৃহৎ বিক্ষোভ মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলনের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলনের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ।

সামরিক জান্তার হাতে আটক নেত্রী অং সান সু চির মুক্তির দাবিতে এবং সেনাশাসকদের পতন চেয়ে রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের সড়কে বিক্ষোভ চলছে।

২০০৭ সালের ‘স্যাফ্রন রেভ্যুলুশন’-এর পর এত বড় বিক্ষোভ মিয়ানমারে আর দেখা যায়নি।

মিয়ানমারে ব্যাপক বিক্ষোভের দ্বিতীয় দিনে বিক্ষোভকারীরা হাতে লাল বেলুন নিয়ে নেমেছেন। রঙটি সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) প্রতিনিধিত্ব করে। এসময় বিক্ষোভকারীরা ‘আমরা সামরিক স্বৈরাচার চাই না! আমরা গণতন্ত্র চাই!’ স্লোগান দেন।

গত ১ ফেব্রুয়ারি ভোরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ত, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি-সহ শাসকদলের শীর্ষ কয়েকজন নেতা এবং কয়েকশ’ আইনপ্রণেতাকে আটক করে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী

আবারও সামরিক বাহিনী দেশের শাসনক্ষমতা নেওয়ায় ফের থমকে গেছে মিয়ানমারের গণতন্ত্রে ফিরে যাওয়ার প্রক্রিয়া।

বিবিসি জানায়, শনিবার (৬ ফেব্রুয়ারি) ইয়াঙ্গুনের সড়কে বিক্ষোভকারী জনগণ স্লোগান দিচ্ছেন ‘সামরিক স্বৈরশাসকের পতন চাই, গণতন্ত্রের জয় চাই। ’ এসময় অং সান সু চির মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী ইন্টারনেট বন্ধ করে দেয় মিয়ানমারের সামরিক জান্তা। এর আগেই বন্ধ করা হয়েছিল ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম।

এর প্রতিবাদে এবং সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে রোববারের বিক্ষোভে জনসংখ্যা আগের দিনের চেয়ে অনেক বেশি ছিল।

বার্তাসংস্থা এএফপি জানায়, মিয়ো উইন নামে ৩৭ বছর বয়সী এক বিক্ষোভকারী বলেন, ‘গণতন্ত্র পাওয়ার আগ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। ’

আরও পড়ুন>> **মিয়ানমারে বিক্ষোভ রুখতে বন্ধ ইন্টারনেট
**২ বছর জেল হতে পারে সু চির

**একাধিক অভিযোগে ২ সপ্তাহের রিমান্ডে সু চি
**জাতিসংঘের বিবৃতি ঠেকিয়ে দিল চীন
**রাখাইনে ৬ লাখ রোহিঙ্গা আরও সংকটে পড়তে পারে: জাতিসংঘ
**মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা জারির হুমকি বাইডেনের
**মিয়ানমার নিয়ে উদ্বিগ্ন ভারত, আশাবাদী পাকিস্তান
** মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে টোকিও-ব্যাংককে বিক্ষোভ
**জনগণকে বিক্ষোভে নামার আহ্বান সু চির
**মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দা জানালেন রোহিঙ্গা নেতা
**মিয়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে যা বললো চীন
**সু চিকে ছেড়ে না দিলে ব্যবস্থা নেওয়া হবে: বাইডেন
**মিয়ানমারে সব ব্যাংক বন্ধ
**মিয়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে যা বললো চীন
**মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশ
**সেনা অভিযানে সু চি ও মিয়ানমারের রাষ্ট্রপতি আটক

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।