চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) প্রকল্পের সিনেট স্পেশাল কমিটিকে জানানো হয়েছে, ২০১৭ সাল থেকে ওই মেগা ইনিশিয়েটিভের কোনো অবকাঠামো প্রকল্পের অর্থায়ন করেনি বেইজিং।
পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবহন পরিকল্পনা প্রধান সিনেটর ড. সিকান্দার মন্ধ্রর সভাপতিত্বে কমিটির এক সভায় বলা হয়, সিপিইসি প্রকল্পে তহবিলের অভাবে খুজদার-বসিমা-সহ কিছু প্রকল্পে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন তহবিল থেকে অর্থায়ন করা হচ্ছে।
কমিটির সদস্য সিনেটর কবির আহমদ শাহি বলেন, ‘সিপিইসি শুধু কাগজে আছে। গত চার বছর ধরে আমি বলছি যে, আমরা ইরান থেকে বিদ্যুৎ নিচ্ছি এবং ৩০০ মেগাওয়াটের একটি প্রকল্প শুরু হওয়ার কথা।
তিনি বলেন, ‘একটি তাঁবুর সামনে একজন মাত্র প্রহরী দিয়ে প্রকল্পটা শুরু করে দেওয়া হয়েছে। নিউ গোদর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চারপাশের বেড়ার বেহাল দশা ছিল। ’
তবে সিনেটর জোর দিয়ে বলেন, ‘সিপিইসি আমাকে ভবিষ্যৎ। এটি দেরিতে হলেও হবে। এই মেগা প্রকল্প নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। ’
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এফএম