যুক্তরাজ্যে শনাক্ত হওয়া কোভিড-১৯ এর অতিসংক্রামক নতুন রূপটি আগের চেয়ে ৭০ শতাংশ বেশি মারাত্মক।
যুক্তরাজ্য সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টাদের একটি প্রতিবেদনের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানায়।
নিউ অ্যান্ড ইমার্জিং রেসপিরেটরি ভাইরাস থ্রেটস অ্যাডভাইজরি গ্রুপ (এনইআরভিটিএজি) এর একটি গবেষণায় পাওয়া গেছে, মিউটেশনের কারণে করোনা ভাইরাসের বৈশিষ্ট্য পরিবর্তিত হচ্ছে এবং এতে মহামারির ধরন বদলে যেতে পারে।
গবেষণা প্রতিবেদনটিতে জানানো হয়, কেন্ট ভ্যারিয়েন্ট নামে পরিচিত ওই রূপটি প্রায় ৩০ থেকে ৭০ শতাংশ বেশি মারাত্মক।
এটি অতিসংক্রামক হওয়ার কারণে আগে যাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম ছিল (যেমন- নারীরা), তাদেরও ঝুঁকি বেড়েছে। এখন কম বয়সী নারীরাও আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছেন।
গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যে এ রূপটি শনাক্ত হয়, যার পর এটি নতুন আতঙ্ক হয়ে উঠেছে। খুব দ্রুত এটি বিশ্বের অন্য অংশেও ছড়িয়ে পড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮৩টি দেশে এটি শনাক্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এফএম