মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভকালে মাথায় গুলি লেগে আহত ২০ বছর বয়সী সেই তরুণী মারা গেছেন। মিয়ানমারে চলমান বিক্ষোভে অংশ নেওয়া কারও এই প্রথম মৃত্যু হলো।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) নিহত ওই তরুণীর পরিবারের বরাত দিয়ে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন।
এর আগে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী।
এরপর প্রথম দুয়েকদিন দেশটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও ধীরে ধীরে মানুষ অভ্যুত্থানের প্রতিবাদে সড়কে নেমে আসে।
এরই ধারাবাহিকতায় বিক্ষোভে অংশ নেন মিয়া থয়ে থয়ে খাইন। যিনি নেপিদোতে বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হন। এরপর ৯ ফেব্রুয়ারি থেকেই তার অবস্থা ছিল গুরুতর।
এরপর থেকে মিয়ানমারের রাজধানী নেপিদোতে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মিয়া। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ওই হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এইচএডি/