বিরল তুষারপাতের সাক্ষী হলো জেরুজালেম। পবিত্র নগরী ছেয়ে যায় শুভ্র তুষারে।
মুসলমান, খ্রিস্টান এবং ইহুদিদের কাছে পবিত্র এই স্থানে তুষারপাতের পর ভোর হওয়ার আগেই শিশুরা তুষার নিয়ে খেলায় মেতে ওঠে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) তুষারপাতের পর জেরুজালেমের বিভিন্ন স্থানের আকর্ষণীয় কিছু ছবি ইতোমধ্যে মানুষের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। এসময় সেলফি তোলার সুযোগ হাতছাড়া করলেন না তারা।
রাতে তুষারঝড়ের পর জেরুজালেম শহরে অবস্থিত আল-আকসা মসজিদের পাশে স্থাপিত ‘ডোম অব দ্যা রক’ এবং ওয়েস্টার্ন ওয়ালে তুষারের স্তর জমে যায়।
তুষারঝড় শুরু হয় বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।
কর্তৃপক্ষ সতর্কতার জন্য পাবলিক ট্রান্সপোর্ট এবং প্রধান প্রধান সড়ক বন্ধ ঘোষণা করে।
জেরুজালেম শহরের বাড়ির ছাদগুলোতে জমে গেছে তুষার।
অনেকে তুষার দিয়ে বানিয়েছেন পুতুল।
তুষারপাতের সময় সড়কে মোবাইল ফোনে ব্যস্ত দুই নারী।
পোষা কুকুর কোলে নিয়ে তুষারে ঢাকা ঢাল বেয়ে নামার চেষ্টা করছেন এক নারী।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এইচএডি/