ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হত্যার হুমকি পেয়ে মুখ খুললেন মালালা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
হত্যার হুমকি পেয়ে মুখ খুললেন মালালা

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার ওপর আগে যে ব্যক্তি হামলা চালিয়েছিলেন, সেই ব্যক্তিই আবার হুমকি দিয়েছেন।

হত্যার হুমকি পেয়ে এ বিষয়ে মুখ খুললেন মালালা। তিনি পাকিস্তানের সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘সরকারি হেফাজতে থাকা অবস্থায় পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের (টিটিপি) সাবেক মুখপাত্র এহসানউল্লাহ এহসান কী করে পালিয়ে গেল। ’

টুইটারে এহসানের অ্যাকাউন্ট থেকে হত্যার হুমকি দেওয়ার জেরে এ ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সে দেশের সেনাবাহিনীর কাছে জবাব চেয়েছেন ২৩ বছর বয়সী মালালা।  

এর আগে, বুধবার টুইটার অ্যাকাউন্ট থেকে মালালাকে হুমকি দিয়ে ওই ব্যক্তি বলেন, ‘পরেরবার, আর কোনো ভুল করা হবে না। ’

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।