ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

নাইজেরিয়ার আবুজা বিমানবন্দরের কাছে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে মারা গেছেন বিমানটিতে থাকা সাতজনই।

 

রোববার (২১ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটেছে বলে জানায় আল জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

দেশটির বিমান বাহিনীর মুখপাত্র ইবিকুনলে ডারামোলে প্লেনটিতে থাকা সাতজনের মৃত্যুর বিষয়টি এক বিবৃতে নিশ্চিত করেন।
বিমানটি নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে ১১০ কিলোমিটার দূরের মিননা শহরে যাচ্ছিল। বিধ্বস্ত হওয়ার আগে ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছে জানিয়ে আবুজা বিমানবন্দরে ফিরছিল। বিমানবন্দরের কাছাকাছি এসেই দুর্ঘটনায় পড়ে।

একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, দমকল ও অ্যাম্বুলেন্স দাঁড়ানোই ছিল। পোড়া কেমিক্যালের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছিল কিন্তু কোনো আগুন বা ধোঁয়া দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।