সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য জম্মু ও কাশ্মীরের তরুণেদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ করা গেছে। সানজুয়ান মিলিটারি স্টেশনে টাইগার ডিভিশনের অধীনে চলমান ওই নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ৪০,০০০ তরুণ অনলাইনে নিবন্ধন করেছেন।
দীর্ঘ লকডাউন ও করোনা নিষেধাজ্ঞার পর এই অঞ্চলে এটাই প্রথম সেনা নিয়োগ প্রক্রিয়া।
প্রতিরক্ষা বিভাগ থেকে বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে ৬ মার্চ পর্যন্ত।
জম্মুর দশটি জেলার তরুণদের জন্য এই নিয়োগের আয়োজন করা হচ্ছে।
টাইগার ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল বিজয় বি নায়ার শনিবার নিয়োগ কার্যক্রম পরিদর্শন করেন।
জিওসিকে ব্রিগেডিয়ার এপি সিং, কমান্ডার শিব্লিক ব্রিগেড এবং ডিরেক্টর রিক্রুটিং, জম্মু বিভিন্ন নিরাপত্তা, এন্টি-টাউটিং এবং করোনা সম্পর্কিত ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।
কর্মকর্তারা জানান, সকল অংশগ্রহণকারী এবং নিয়োগ কর্মীদের করোনা প্রোটোকল অনুসরণ করা হচ্ছে। সূত্র: এএনআই
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
নিউজ ডেস্ক