পাকিস্তানে চার নারী উন্নয়নকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উত্তর-পশ্চিম পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে এ ঘটনা ঘটেছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে ইপ্পি গ্রামের কাছে, মীর আলী শহরের পূর্বে এ হত্যাকাণ্ড হয়েছে বলে জানান সিনিয়র পুলিশ কর্মকর্তা শফিউল্লাহ।
খবর আল জাজিরার।
ওই নারী উন্নয়নকর্মীদের বহনকারী গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই চারজন মারা যান। গাড়িটির চালক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
উন্নয়নকর্মীরা এখানে কোনো নির্দিষ্ট হুমকির মধ্যে ছিলেন কিনা জানাতে চাইলে পুলিশ কর্মকর্তা শফিউল্লাহ বলেন, এটি একটি জঙ্গি অধ্যুষিত জেলা, এখানে সর্বত্রই হুমকি।
এখানকার আদিবাসী সংস্কৃতিতে নারীর অবাধ বিচরণ গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় না বলে জানান তিনি।
গতবছর ওয়াজিরিস্তানে এ ধরনের হামলায় অন্তত ৫৮ জনের প্রাণহানি হয়।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এএ