বারবার ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া পরীক্ষা করার জন্য দক্ষিণ চীন সাগরে একটি লাইভ ফায়ার ড্রিল পরিচালনা করেছে চীন। জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি।
এ ঘটনার পর দক্ষিণ চীন সাগরে নজরদারি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মনে হচ্ছে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গেও ওই সাগর ইস্যুতে উত্তেজনা অব্যাহত থাকবে।
সাউথ চায়না মর্নিং পোস্টও বলছে, চীনা এবং আমেরিকান সামরিক বাহিনীর মধ্যে দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা অব্যাহত থাকবে।
চীনের ওই ড্রিল অপারেশনে ছিল গাইডেড-মিসাইল ধ্বংসকারী ইনচুয়ান, গাইডেড-মিসাইল ফ্রিগেট হেংইয়াং, অ্যাম্ফিবিয়াস ডক ল্যান্ডিং জাহাজ উঝিশান এবং সাপোর্ট শিপ চাগান হু। দক্ষিণ চীন সাগরে চীনের দাবি করা বিশাল জলসীমা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে সাউদার্ন থিয়েটার কমান্ড।
দক্ষিণ চীন সাগরের পুরোটাই দাবি করে চীন। কিন্তু ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশ ব্যাপকভাবে চীনের এ দাবির বিরোধিতা করে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
নিউজ ডেস্ক