ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পদ্মভূষণ প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
পদ্মভূষণ প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য

ভারত সরকারের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ সম্মাননা প্রত্যাখ্যান করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।  

মঙ্গলবার (২৫ জানুয়ারি) আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পদ্মভূষণ সম্মাননা পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু মোদী সরকারের দেওয়া পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করেন বুদ্ধদেব ভট্টাচার্য।

এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার বাড়িতে কেন্দ্রীয় সরকারের তরফে কেউ একজন ফোন কল করেছিলেন। তখন ‘সম্মতি’ দেওয়া হয়। বুদ্ধদেব বিষয়টি তখন জানতেন না। পরে এ খবর জেনে পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করেন বুদ্ধদেব ভট্টাচার্য।

বুদ্ধদেব এক বিবৃতিতে জানান, ‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এ নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে, তা হলে আমি তা প্রত্যাখ্যান করছি। ’ 

বাংলাদেশে সময়: ০৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।