ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ১০ জন আহত, তাতেই ঘটনাস্থলে প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
যুক্তরাষ্ট্রে ১০ জন আহত, তাতেই ঘটনাস্থলে প্রেসিডেন্ট সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গের ফোর্বস অ্যাভিনিউ সেতু ভেঙে পড়ে ১০ জন আহত হয়েছেন দুর্ঘটনার খবর জেনে দ্রুত সেখানে যান প্রেসিডেন্ট জো বাইডেন

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আহতদের তিন জন হাসপাতালে ভর্তি রয়েছেন স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টায় সেতুটি ভেঙে পড়ে সে সময় সেতুটির ওপরে একটি বাসসহ ছয়টি যানবাহন ছিল

পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী পেনসিলভানিয়ার পিটসবার্গ শহরের রাস্তাঘাট জনপথ অবকাঠামো পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন এমনকি কয়েক ঘণ্টা পর ওই সেতু পার হওয়ার কথা ছিল তার

সেতু ভেঙে পড়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান বাইডেন পিটসবার্গ শহরের মেয়র অ্যাড গেইনির সঙ্গে সেখানে দাঁড়িয়ে কথা বলেন। তিনি আহতদের খোঁজ নেন এবং দ্রুত সেতুটি মেরামতের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।