ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভয়াবহ ঝড়ের কারণে যুক্তরাজ্যে রেড অ্যালার্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
ভয়াবহ ঝড়ের কারণে যুক্তরাজ্যে রেড অ্যালার্ট

১০০ কিলোমিটার গতিসম্পন্ন ভয়াবহ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাজ্য। ওই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চল।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ডুডলি নামের ওই ভয়ঙ্কর ঝড় বয়ে যায় দেশটিতে।

ডুডলির পর ইউনিস নামের আরও একটি ঝড়ের কবলে পড়তে যাচ্ছে দেশটি। ইউনিস ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে প্রভাব ফেলতে পারে। এই আশঙ্কা থেকে যুক্তরাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে উপকূলীয় অঞ্চল ডেভন, কর্নওয়াল এবং ওয়েলসের স্কুলগুলো।

ঝড়ের প্রভাবে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে ঘর-বাড়ি, গাছপালার ব্যাপক ক্ষতি এবং বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিস দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় রাস্তা এবং ট্রেন লাইনের ক্ষতি হতে পারে। মানুষকে ভ্রমণ করতেও সতর্ক করা হয়েছে। বাড়তি সতর্কতা হিসেবে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ওয়েলসের সব ট্রেন বাতিল করা হয়েছে।

আবহাওয়া অফিস বলেছে, ঝড় ইউনিসের প্রভাবে ঝড়ো বাতাস, বিভিন্ন স্থানে ভারী তুষারপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই সবাইকে ঘরে বা নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।