ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিজস্ব অর্থায়নে মহাকাশ স্টেশন বানাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
নিজস্ব অর্থায়নে মহাকাশ স্টেশন বানাচ্ছে চীন

আন্তর্জাতিক স্পেস স্টেশনের মতোই আরেকটি স্পেস স্টেশন তৈরি করছে চীন। স্পেস স্টেশনটির নাম হবে তিয়াংগং স্পেস স্টেশন।

নিজস্ব অর্থায়নে এই মহাকাশ স্টেশন বানাচ্ছে চীনারা।

এদিকে, আন্তর্জাতিক স্পেস স্টেশনের আয়ু আছে আর ৮ বছর। ২০৩০ সালের শেষেই এর সমাধি হয়ে যাবে প্রশান্ত মহাসাগরের এক প্রান্তিক অংশে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।

জানা গেছে, এই স্পেস স্টেশনে তিনটি অংশ থাকবে। যা একটু একটু করে পাঠানো হবে মহাশূন্যে। মোট ছয়টি ধাপে পাঠিয়ে তৈরি হবে সমগ্র অংশটি। তিন অংশের যেটাতে গবেষণা হবে তার নাম দেওয়া হয়েছে ওয়েনতিয়ান।

স্পেস স্টেশনটি দেখতে হবে ইংরেজি ‘টি’ অক্ষরের মতো। এর তিনটি মডিউলের দুইটির এক একটার ওজন হবে ২০ হাজার কেজি করে। আন্তর্জাতিক স্পেস স্টেশনের মতোই এই মহাকাশ স্টেশনে গবেষণা করতে পারবেন অন্যান্য দেশের বিজ্ঞানীরাও।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।