ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘প্রায় ২ লাখ রুশ সেনা আছে ইউক্রেন সীমান্তে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
‘প্রায় ২ লাখ রুশ সেনা আছে ইউক্রেন সীমান্তে’

রাশিয়া ও ইউক্রেন সীমান্তে বিরাজ করছে চরম উত্তেজনা। এমন পরিস্থিতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত থেকে তারা সৈন্য সরিয়ে নিয়েছে।

কিন্তু যুক্তরাষ্ট্র বলছে, সীমান্তে এখনও ১ লাখ ৯০ হাজারেরও বেশি রুশ সেনা রয়েছে।

এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

জানা গেছে, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ইউরোপের দেশসমূহের সামরিক জোট অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশনের (ওসসিই) বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন এই জোটে নিযুক্ত মার্কিন দূত মাইকেল কার্পেন্টার। তিনিই এ তথ্য দিয়েছেন।

কার্পেন্টার বলেন, ইউক্রেন সীমান্তে এখনও অবস্থান করছে ১ লাখ ৯০ হাজারেরও বেশি সেনা। গত ৩০ জানুয়ারি পর্যন্ত এই সংখ্যা ছিল ১ লাখ। আমাদের কাছে এমন তথ্য রয়েছে।

প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইউরোপের কোনো অঞ্চলে এত বেশি সংখ্যক সেনা উপস্থিতির ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।