ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ করোনা পজিটিভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ করোনা পজিটিভ রাণী দ্বিতীয় এলিজাবেথ

৯৫ বছর বয়সী ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত।

বাকিংহাম প্যালেস জানিয়েছে, টেস্টে রানী দ্বিতীয় এলিজাবেথ করোনা পজিটিভ এসেছে।

রাণী ‘হালকা ঠাণ্ডা’ মতো লক্ষণ অনুভব করছেন। তিনি যথাযথ নিয়ম মেনে চলছেন এবং চিকিৎসা নিচ্ছেন।

রাণী দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন প্যালেসের কর্মকর্তারা।

গত সপ্তাহে রাণীর বড় সন্তান প্রিন্স ওয়েলসের করোনা পজিটিভ শনাক্ত হয়। রাণী তার বড় ছেলে এবং উত্তরাধিকারীদের সংস্পর্শে গিয়েছিলেন।

শুধু রাণীই নন, তার আবাসস্থল উইন্ডসর ক্যাসেলের বেশ কয়েকজন বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত।

রাণী দ্বিতীয় এলিজাবেথ ইতোমধ্যে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকার ডোজ সম্পূর্ণ করেছেন।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
এমইউএম/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।