ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চিলির খনিতে সুড়ঙ্গ খোঁড়ার কাজে তৃতীয় ড্রিলিং মেশিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০
চিলির খনিতে সুড়ঙ্গ খোঁড়ার কাজে তৃতীয় ড্রিলিং মেশিন

কোপিয়াপো: চিলির খনিতে আটকে পড়া ৩৩ শ্রমিককে উদ্ধারের কাজে তৃতীয় আরেকটি রিগ ব্যবহার করা হচ্ছে। প্রথমদিন রিগটির ব্যবহারে কাজের বেশ ভালো অগ্রগতি হয়েছে।

আশা করা হচ্ছে, এর মাধ্যমে উদ্ধার কাজে গতি পাবে। সোমবার কর্তৃপ এ তথ্য জানিয়েছে।

সোমবার দিনের প্রথমভাগেই ২৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে তেলখনন মেশিন রিগ-৪২১ দিয়ে ২৩ মিটার গভীর গর্ত খোঁড়া করা সম্ভব হয়। এর আগে পর পর দু’দফায় ব্যবহৃত দুটি রিগের তুলনায় এটি ছিলো অনেক বেশি দ্রুত।

মূলত পরিকল্পনা-সি এর আওতায় তৃতীয় দফায় এ খনন কাজ শুরু হয়। এর অংশ হিসেবে শ্রমিকদের উদ্ধারের জন্য প্রায় ৫৯৭ মিটার গভীর গর্ত খোঁড়া হবে।

রোববার থেকে কাজ শুরু করা নতুন রিগটি দৈনিক ২০ থেকে ৪০ মিটার পর্যন্ত খনন করতে সক্ষম। এটি দিয়ে ৬৬ সেন্টিমিটারের একটি সুড়ঙ্গপথ খুঁড়ে এর মধ্য দিয়ে আটকে পড়া শ্রমিকদের বের করে আনা হবে।

ক্রিসমাসের আগেই শ্রমিকদের উদ্ধারের বিষয়টি একটি বড় চ্যালেঞ্জ বলে প্রথমে সতর্ক করা হলেও নভেম্বরেই উদ্ধারকাজ শেষ হবে বলে পরবর্তীতে বলা হয়।

খনিবিষয়ক মন্ত্রী লরেন্স গলবোর্ন আনুষ্ঠানিকভাবে নির্ধারিত এ সময়সীমার কোনো পরিবর্তন না করলেও রোববার তার কথা ছিলো অনেক বেশি ইতিবাচক।

তিনি বলেন, ‘আমরা সব সময়ই নভেম্বরের প্রথমদিকের কথা বলে এসেছি। কিন্তু পরিকল্পনা এখন নির্ধারিত সময় থেকে এখন অনেক এগিয়ে। ’

গত ৫ আগস্ট চিলির একটি খনির সুড়ঙ্গ ধসে পড়ে বলিভিয়ার একজন ও চিলির ৩২ সহ মোট ৩৩ জন শ্রমিক আটকে পড়ে।

এর পর থেকে এখন পর্যন্ত তিনটি সরু গর্ত দিয়ে খাবার, পানীয় ও ওষুধ সরবরাহ করাসহ তাদের বিনোদন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। একইসঙ্গে শ্রমিকদের পরিবাবের সঙ্গেও যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।