ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৪ কোটি রুপি মূল্যের সোনাসহ আটক তিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মে ৩১, ২০২২
৪ কোটি রুপি মূল্যের সোনাসহ আটক তিন

থালাইমান্নার এলাকা থেকে ৪ কোটি রুপি মূল্যের প্রায় দুই কেজি সোনাসহ তিন পাচারকারীকে আটক করেছে শ্রীলঙ্কার কাস্টমস।

মঙ্গলবার (৩১ মে) কলোম্বো পেজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

খবরে বলা হয়, শ্রীলঙ্কা কাস্টমসের কানকেসান্থুরাই সাব প্রিভেন্টিভ অফিসের কর্মকর্তারা থালাইমান্নার এলাকায় তিন সন্দেহভাজনকে আটক করেছে। তাদের কাছ থেকে প্রায় ২ কেজি সোনা উদ্ধার করেছেন কর্মকর্তারা। এসব সোনার মূল্য ৪ কোটি রুপি।

কাস্টমসের মুখপাত্র ডেপুটি ডিরেক্টর সুদাথথা সিলভা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, থালাইমান্নার থামেন্না ঘাঁটির সংযুক্ত নাবিকদের একটি দল থেকে তালাইমান্নার উপকূলে তিন সন্দেহভাজন সোনা পাচার করছে, এমন তথ্য পায় নৌবাহিনী। পরে তাদের চার্জ করে আটক করা হয়। এ সময় ওই তিন ব্যক্তির কাছ থেকে ১ কেজি ৯৩০ গ্রাম ওজনের সোনা জব্দ করা হয়। এসব সোনা ভারতে পাচারের পরিকল্পনা করা হয়েছিল।

আকট ব্যক্তিরা পুথুকুদিয়িরুপ্পু ও পেসালাই এলাকার বাসিন্দা। তাদের সাড়ে ৭ লাখ রুপি জরিমানা করা হয়েছে। সোনা জব্দ করে কাস্টমসে রাখা হয়েছে বলেও জানান সুদাথথা সিলভা।

সূত্র: কলোম্বো পেজ

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মে ৩১, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।