ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় হ্যারিকেন আগাথার আঘাত, নিহত ১০ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জুন ১, ২০২২
মেক্সিকোয় হ্যারিকেন আগাথার আঘাত, নিহত ১০  মেক্সিকোয় হ্যারিকেন আগাথার আঘাত

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে হ্যারিকেন ‘আগাথা’ আঘাত হেনেছে। এতে অন্তত দশজন নিহত হয়েছেন।

 নিখোঁজ রয়েছেন আরও ২০ জন । ঝড়ের কারণে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে।  

কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার(১ জুন) এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।  

ইউ্এস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচকে) বলছে, প্রশান্ত মহাসাগরীয় হ্যারিকেন আগাথা ১৯৪৯ সালের পর আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় ছিল।  

উপকূলীয় পর্যটন নগরী ওয়াহাকাতে আঘাত হানার পর হ্যারিকেনটি দূর্বল হয়ে মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হয়। তবে এর প্রভাবে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে এখনও বৃষ্টি হচ্ছে।
 
ওয়াহাকার গভর্নর আলেজান্দ্রো মুরাত সংবাদ মাধ্যমকে জানান, ঝড়ের প্রভাবে মঙ্গলবার সকালেও প্রবল বৃষ্টি হয়। এতে নদীর কূল প্লাবিত ও ভূমিধস দেখা দিয়েছে।

উল্লেখ্য, ক্যাটাগরি টু হ্যারিকেন হিসেবে আগাথা সোমবার ওয়াহাকার পুয়ের্তো এঞ্জেলের কাছে আঘাত হানে। আটলান্টিক ও প্রশান্তমহাসাগরে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঝড় প্রায় নিয়মিতই মেক্সিকোয় আঘাত হেনে থাকে।

সূত্র: এনডিটিভি 

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুন ০১, ২০২২ 
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।