ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রিজার্ভ বাঁচাতে ‘চা’ খাওয়া কমাতে বলল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুন ১৫, ২০২২
রিজার্ভ বাঁচাতে ‘চা’ খাওয়া কমাতে বলল পাকিস্তান

পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে জনগণকে চা পানের পরিমাণ কমাতে বলেছেন। বুধবার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

আহসান ইকবাল বলেন, সবাইকে অনুরোধ করবো এক থেকে দুই কাপ চা কম পান করতে। কারণ আমরা ঋণ করে চা আমদানি করি। দিনে যত কম কাপে চুমুক দেওয়া যাবে পাকিস্তানের আমদানি ব্যয় তত কমবে।

এছাড়াও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ব্যবসায়ীদের দোকান রাত সাড়ে ৮টায় বন্ধ করা যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন তিনি।

চা আমদানিতে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে পাকিস্তান। গত বছর ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের চা আমদানি করেছে দেশটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ পাঁচ হাজার ৫৭৭ কোটি টাকারও বেশি। মূলত চা আমদানির পেছনে ব্যয় হওয়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের মাধ্যমে দেশের অর্থনীতি সচল রাখতে নাগরিকদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ১ হাজার ৬০০ কোটি ডলার। জুনের প্রথম সপ্তাহে তা কমে ১ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। বর্তমানে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে, তা দিয়ে দুই মাসের আমদানি ব্যয়ও মেটানো যাবে না। তাই রিজার্ভ ধরে রাখতে আমদানি খরচ কমাতে বিশেষ মনোযোগ দিচ্ছে দেশটির সরকার।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।