ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাবরি মসজিদ মামলার রায়: বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০
বাবরি মসজিদ মামলার রায়: বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

নয়া দিল্লি: রামজন্মভূমি-বাবরি মসজিদ মামলার রায় উপলক্ষে আগামী ৭২ ঘণ্টা ভারতে সকল প্রকার ই-মেইল বার্তা ও মাল্টিমিডিয়া (এমএমএস) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার রাত থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।



এছাড়া কর্নাটকে সকল শিক্ষা প্রতিষ্ঠান দুই দিন বন্ধ ও শুক্রবার রায়ের দিন সকল প্রকার মোবাইল সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে রামজন্মভূমি-বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা উপলক্ষে গোটা ভারত জুরে নিরাপত্তা ব্যবস্তা জোরদার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রী পি চিদাম্বরম সবাইকে শান্ত থাকার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘ঐতিহাসিক এ রায়ে কেউ হারবে কেউ জিতবে। আমি সবাইকে শান্ত থাকার আহবান জানাচ্ছি। ’ তিনি জানান দুই পক্ষই রায়ের বিপরীতে উচ্চ আদালতে আপিল করতে পারবে।

মন্ত্রী বলেন, ‘আমি আশা করি সবাই রায়ের প্রতি শ্রদ্ধা জানাবে এবং এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের বিচার কাজের অবসান ঘটাবে।

স্বরাষ্ট্র মন্ত্রি সকল সরকারি কর্মকর্তা কর্মচারিদের শান্তি বজায় রাখার আহবান জানান।

এদিকে সরকার আগামী ২৪ ও ২৫ অক্টোবর করর্নাটকে সকল শিক্ষাপ্রতিষ্টান বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া শুক্রবার মোবাইল ফোন সংযোগ ও বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

মুখ্য মন্ত্রী বিএস ইয়োদ্দিউরাপ্পা জানান, সরকার যেকোনো ধরণের পরিস্থিতি প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। তিনি সকল রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানান। সবাইকে তিনি শান্তি, সৌহাদ্য, আইন শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান।

বাংলাদেশ সময়: ২০৫৫ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।