ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৫ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
৫ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস 

গাজায় পাঁচ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করেছে উপত্যকাটির ক্ষমতাসীন কট্টর ইসলামপন্থী দল হামাস। এদের মধ্যে দুজন ২০০৯ ও ২০১৫ সালে ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হন।

 

হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোববার ( ৪ সেপ্টেম্বর ) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 ২০১৭ সালের পর গাজায় আবার মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটল।  

হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃত্যুদণ্ডের শাস্তি ভোগ করাদের নাম প্রকাশ করেনি। তবে মন্ত্রণালয়টি বলছে, এদের মধ্যে তিন জন ছিল হত্যা মামলার আসামি। আর দুজন ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তি করতেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বা দেশটির গোয়েন্দা সংস্থা এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।  

একটি বিবৃতিতে হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সকল আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রায়গুলো চূড়ান্ত ছিল, যার বাস্তবায়ন বাধ্যতামূলক ছিল।  দোষী সাব্যস্ত সবাইকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ অধিকার প্রদান করা হয়েছে।  

ফিলিস্তিন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় নিন্দা জানিয়েছে। ২০০৭ সালের গাজা দখল করে হামাস। সেখানে কয়েক ডজন ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২২
ইআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।