ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুতিনের হুঁশিয়ারি অনুমেয় ছিল: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
পুতিনের হুঁশিয়ারি অনুমেয় ছিল: ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক

দেশ রক্ষার জন্য সর্বশক্তি দিয়ে পশ্চিমাদের প্রতিহত করা হবে বলে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে সেনা সদস্য বাড়াতে রিজার্ভে থাকা আংশিক সেনা সদস্যসের এক হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

  বুধবার( ২১ সেপ্টেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন এমন নির্দেশ দেন।

এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক জানিয়েছেন, পুতিনের এমন নির্দেশনা তাদের কাছে অনুমেয় ছিল।  

পোডোলিয়াক বলেন, যুদ্ধটি স্পষ্টতই রাশিয়ার পরিকল্পনা অনুযায়ী চলছে না। তাই পুতিনকে জনগণের অধিকারকে সীমিত করার জন্য অত্যন্ত অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হচ্ছে।  

এদিকে পুতিনের এমন ঘোষণা ইউক্রেন যুদ্ধ আরও তীব্র করবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ পরররাষ্ট্রমন্ত্রী জিলিয়ান কিগান।  

পুতিনের এই মন্তব্যের পরই বিশ্বে রুশ মুদ্রা রুবলের দাম কমে গেছে এবং তেলের দামও বেড়ে গেছে।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২.
ইআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।