ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানি প্রেসিডেন্টের বক্তৃতার সময় জাতিসংঘে প্রতিনিধিদের ওয়াক আউট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০
ইরানি প্রেসিডেন্টের বক্তৃতার সময় জাতিসংঘে প্রতিনিধিদের ওয়াক আউট

জাতিসংঘ: ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের উত্তপ্ত বক্তব্যের সময় জাতিসংঘ সাধারণ সভা থেকে ওয়াক আউট করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা। আহমাদিনেজাদ এসময় ওয়াশিংটন, পুঁজিবাদ এবং পুরো বিশ্ব ব্যবস্থার সমালোচনা করছিলেন।



আহমাদিনেজাদের এধরনের বক্তব্য নতুন কিছু না। তবে নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা বিষয়ে চক্রান্তকারী পরিকল্পনার বর্ণনায় সভাকক্ষে উত্তেজনা দেখা দেয়।

সাধারণ সভায় তিনি বলেন, ‘মার্কিন সরকারের বিচ্ছিন্ন কিছু অংশ এ হামলার সঙ্গে জড়িত ছিলো। ’

৯/১১ হামলার সঙ্গে মার্কিন সম্পর্ক বা আফগানিস্তান ও ইরাক যুদ্ধে যাবার অজুহাত হিসেবে এ হামলার অনুমতি দেওয়া- এ বিষয়ক আহমাদিনেজাদের বক্তব্যের পর যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সুইডেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, উরুগুয়ে এবং স্পেনের প্রতিনিধিরা সভাকক্ষ ছেড়ে যান।

তবে তাদের ওয়াক আউট প্রেসিডেন্টের উত্তপ্ত বক্তব্যে কোনো প্রভাব ফেলতে পারেনি। বরং ৯/১১ হামলার সঙ্গে আফগানিস্তান ও ইরানের হামলায় সংঘটিত হতাহতের সংখ্যার তুলনা করে তিনি বলেন, ‘৯/১১ হামলায় ৩ হাজার মানুষ নিহত হয়েছে, যার জন্য আমরা শোকাহত। কিন্তু ইরাক ও আফগানিস্তানে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ। সংঘর্ষ এখনও চলমান বলে এ সংখ্যা আরও বাড়বে। ’  

একইসঙ্গে পুঁজিবাদের সমালোচনাসহ ফোরিডার যাজকদের মুসলমানদের পবিত্র গ্রন্থ পোঁড়ানোর পরিকল্পনার কঠোর সমালোচনা করে বাইবেল ও কুরআন উভয়ের প্রতিই শ্রদ্ধা জানান তিনি।

সবশেষে ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে আত্মরক্ষামূলক অবস্থান নিয়ে সম্প্রতি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের কাছে জমা দেওয়া বিবৃতি সম্পর্কে আলোচনা করেন তিনি।

তবে আহমাদিনেজাদের এসব মন্তব্যের আগেই বক্তব্য দিয়ে সভাকক্ষ ত্যাগ করেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১:২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।