ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনকে ধ্বংস করতে চায় না রাশিয়া: পুতিন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
ইউক্রেনকে ধ্বংস করতে চায় না রাশিয়া: পুতিন 

রাশিয়া ইউক্রেনকে ধ্বংস করতে চায় না।  সেখানে নতুন করে বড় হামলার প্রয়োজনও নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) কাজাখস্তানে একটি সম্মেলনে অংশ নেওয়ার পর সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন।  

রুশ প্রেসিডেন্ট বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে ইউক্রেনে রুশ সেনা বৃদ্ধি করা হবে। সেখানে আর সেনা বাড়ানোর পরিকল্পনা নেই বলেও জানান রুশ প্রেসিডেন্ট।  

পুতিন বলেন, ইউক্রেনকে ধ্বংস করার উদ্দেশ্য আমাদের না। না, অবশ্যই না। সেখানে বড় হামলারও দরকার নেই। কারণ বেশিরভাগ নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।  

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার অবস্থানের বিষয়ে পুতিন জানান, তার দেশ আলোচনায় বসতে ইচ্ছুক তবে এর জন্য আন্তর্জাতিক মধ্যস্থতার প্রয়োজন হবে।

এই সংবাদ সম্মেলনে পুতিন যুদ্ধ নিয়ে নরম সুরে কথা বললেও সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। গত ৮ অক্টোবর ক্রিমিয়া ব্রিজে হামলার পরই ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে মস্কো।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
ইআর


 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।