ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলজেরিয়ার মরুভূমিতে দুর্ঘটনায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
আলজেরিয়ার মরুভূমিতে দুর্ঘটনায় নিহত ১৬

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার মরুভূমির দক্ষিণে একটি হাইওয়েতে দুটি পিকআপ ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, সোমবার (১৪ নভেম্বর) দুর্ঘটনায় হতাহতরা সবাই সাব-সাহারান আফ্রিকান অর্থাৎ গিনি ও মালির নাগরিক।

মঙ্গলবার (১৫ নভেম্বর) প্রতিবেদনে বলা হয়, আলজেরিয়ার নাগরিক সুরক্ষা সংস্থা ফেসবুকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেগেন ও বোর্দজ বাদজি মোখতার নামক জায়গার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

২০২১ সালে উত্তর আফ্রিকার এই দেশটিতে সাত হাজারেরও বেশি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২ হাজার ৬৪৩ জন নিহত ও ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

দুর্ঘটনাগুলোর জন্য ব্যক্তিগত গাড়ির চালক ও গণ-পরিবহনকে দায়ী করে থাকে আলজেরিয়ার সড়ক নিরাপত্তা সংস্থা।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।