ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পোল্যান্ডে আঘাত হানা মিসাইল ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
পোল্যান্ডে আঘাত হানা মিসাইল ইউক্রেনের

ন্যাটো সদস্য পোল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় যে ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়েছে তা ইউক্রেনের সেনাবাহিনী ছুড়েছে।

বুধবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক তদন্তে এমন তথ্য উঠে এসেছে।

এ বিষয়ে অ্যাসোসিয়েটেড প্রেস তিন মার্কিন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে। নাম না প্রকাশ করার শর্তে তারা বলেছেন, প্রাথমিক মূল্যায়ন থেকে বোঝা যাচ্ছে যে পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি ইউক্রেন সেনাবাহিনী নিক্ষেপ করেছে।

মূলত রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আটকাতেই ইউক্রেন সেনারা পাল্টা এই ক্ষেপণাস্ত্রটি ছুড়েছিল।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার (১৫ নভেম্বর) প্রথমবারে মতো পোল্যান্ডের একটি গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন নিহতের খবর পাওয়া গেছে।

ন্যাটো কর্মকর্তারা বলেছেন, বিস্ফোরণের খবর জোট খতিয়ে দেখছে। পোল্যান্ডের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় রক্ষা করা হচ্ছে।

এদিকে বিস্ফোরণের বিষয়ে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে কথা বলেছেন ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ। তিনি বলেন, ‘নিহতদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। ন্যাটো পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরামর্শ করছে। সব তথ্যের সত্যতা প্রতিষ্ঠিত হওয়াটা গুরুত্বপূর্ণ। ’

সূত্র- বিবিসি

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।