ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

আরেক দফা বেড়েছে হজযাত্রী নিবন্ধনের সময়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
আরেক দফা বেড়েছে হজযাত্রী নিবন্ধনের সময় -ফাইল ছবি

ঢাকা: হজযাত্রী নিবন্ধনের সময় আরেক দফায় ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

সর্বশেষ তথ্যমতে, এ বছরে হজের জন্য ৯ হাজার ৯৯৬ জন সরকারিভাবে এবং এক লাখ ৯ হাজার ২১৬ জন বেসরকারিভাবে নিবন্ধিত হয়েছেন। নিবন্ধনের কোটা পূরণ হতেই সংক্রিয়ভাবেই হজ নিবন্ধন সার্ভার বন্ধ হয়ে যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ৯ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে সম্পাদিত চুক্তি মতে এ বছর সর্বমোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজ যেতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
এমআইএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।