খুলনা: ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুলনায় পালিত হচ্ছে হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদর। শনিবার (০২ জুলাই) ইফতারের পর থেকেই মহানগরীর ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে মসজিদে ইবাদতের জন্য ভিড় করতে শুরু করেন।
এ রাত উপলক্ষে নগরীর মসজিদগুলোতে ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
রাতভর মুসল্লিরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ-তাহলিল, জিকির, আসকার, ওয়াজ ও দোয়া মাহফিলসহ এবাদত-বন্দেগির মধ্য দিয়ে এই রজনী পালন করছেন। পবিত্র এ রাতে অনেকেই কবরস্থানে গিয়ে স্বজনদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেছেন।
বাংলাদেশ সময়: ০৩৩১ ঘণ্টা, জুলাই ০৩ , ২০১৬
এমআরএম/আরআই