কান (ফ্রান্স) থেকে: একপাশে সিঁথি কাটা সোনালি ববকাট চুলগুলো ডানদিকে আধেক কপাল ঢেকে রেখেছে। কখনও ডান চোখও ঢেকে যাচ্ছে।
সোনালি-রূপালির সম্মিলনে মুগ্ধতা ছড়ালেন মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। ঠোঁটে মেরুন লিপস্টিকটাও চোখ এড়ায় না। একেই বলে চাকচিক্য! তার গ্ল্যামারের জাদুতে কে না কুপোকাত হয়!
মঙ্গলবার (১৭ মে) উৎসবের সপ্তম দিনের মূল আকর্ষণ ছিলেন ক্রিস্টেন। এদিন সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রতিযোগিতা বিভাগে দেখানো হলো তার অভিনীত 'পার্সোনাল শপার'।
দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন কক্ষে আসেন এই মার্কিন অভিনেত্রী।
বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে কখনও চিন্তা করার ভঙ্গিতে মাথার ওপর আঙুল এনেছেন ক্রিস্টেন।
কখনও বা-কাঁধের ওপর এক হাত দিয়ে তার ওপর চিবুক রেখে মনোযোগ দিয়ে শুনেছেন সহশিল্পী লার্স আইডিঙ্গার ও সিগরিদ বুয়াজিজের কথা। পুরোটা সময় জুড়েই চটপটে ছিলেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী।
অলিভিয়ে অ্যাসাইয়াসের পরিচালনায় ‘পার্সোনাল শপার’ ছবিতে মরিন চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টেন।
মেয়েটির বয়স ২৪ বছর। যে চাকরিটা সে করে তা মোটেও পছন্দ নয় তার। এক তারকার পোশাক-পরিচ্ছদ দেখভাল করে মরিন।
অবশ্য প্যারিসে জীবিকা নির্বাহের জন্য এর চেয়ে ভালো আয়ের আর কোনো পথ তার জানা নেই। কয়েক মাস আগে যমজ ভাইয়ের মৃত্যুর পর মরিনের জীবন থমকে যায়!
এটি মূলত প্যারিসের ফ্যাশন আন্ডারওয়ার্ল্ডে ঘটে যাওয়া ভূতুড়ে গল্পকে কেন্দ্র করে নির্মিত।
ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটে ২০০২ সালে, ডেভিড ফিঞ্চারের 'প্যানিক রুম' ছবিটি দেখে। তখন তিনি মাত্র দশ বছরের বালিকা।
২০০৮ সালে 'টোয়াইলাইট' সিরিজের প্রথম ছবিই তাকে বাংলাদেশেও পরিচিতি এনে দিয়েছে। এমন তরুণীকেই তো মনে মনে খুঁজছিলো তরুণরা!
এবারের কান উৎসবের পর্দা উঠেছে ক্রিস্টেন স্টুয়ার্টের আরেক ছবি 'ক্যাফে সোসাইটি'র মাধ্যমে। তবে ওটা ছিলো প্রতিযোগিতা বিভাগের বাইরের ছবি।
অলিভিয়ে অ্যাসাইয়াসের 'পার্সোনাল শপার' লড়ছে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য। একই পরিচালকের 'ক্লাউডস অব সিলস মারিয়া' কানে প্রতিযোগিতা করেছে ২০১৪ সালে।
ওই ছবির সুবাদে ফ্রান্সের সিজার অ্যাওয়ার্ড জেতেন ক্রিস্টেন। এবার কান জয়ের আশা তাদের।
***সোনালি-রূপালি ক্রিস্টেনকে দেখে...
***কান হয়ে উঠলো বাংলাদেশময়
** মল্লিকার উড়ন্ত চুম্বন
**সোনমের পোশাক নিয়ে হাসাহাসি
** রাসেল ক্রো ও রায়ান গসলিংয়ের সঙ্গে সেলফি
** চলচ্চিত্রের মহাযজ্ঞে তুমুল ব্যস্ত দিন
** মারিয়ন ছড়ালেন ফরাসি সৌরভ
** কান ক্ল্যাসিকসে খান আতার ছবি
** নতুন নতুন ও ধ্রুপদী ছবির মিলনমেলা
**বৃষ্টিভেজা কান...
**ঐশ্বরিয়া পেলেন লাল গোলাপের তোড়া
**স্টিভেন স্পিলবার্গের খুব সামনে
** লালগালিচায় তৌকীর-বিপাশা
**প্রস্তুতি ছাড়াই কান মাতালেন ঐশ্বরিয়া
** পাগলা হাওয়ার তোড়ে...
** এই রাত ক্লুনি-আমালের!
***আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া
***জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
***তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
***জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
***এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!
** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
** ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
** কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মে ১৭, ২০১৬
জেএইচ/এমএ