ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কান উত্সব ২০১৬

লাক্স-কান কথা

ফিপরেস্কি জিতে স্বর্ণপামের সম্ভাবনা

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, মে ২১, ২০১৬
ফিপরেস্কি জিতে স্বর্ণপামের সম্ভাবনা

কান (ফ্রান্স) থেকে: কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরে চলচ্চিত্র সমালোচকদের সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস ফিপরেস্কির দৃষ্টিতে পুরস্কৃত হলো প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত জার্মান নারী নির্মাতা মারেন আদের ‘টনি আর্ডম্যান’।

ফিপরেস্কি জেতায় স্বর্ণপাম জয়ে একধাপ এগিয়ে গেলো ‘টনি আর্ডম্যান’।

এই কমেডি ছবির জন্য মারেন আদের হাতে কান উৎসবের সর্বোচ্চ পুরস্কারটি উঠবে বলে বেশি আশা করা হচ্ছে। এর গল্প প্রাপ্তবয়স্ক কন্যাসন্তানের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের জন্য একজন বাবার প্রাণান্ত চেষ্টাকে ঘিরে। এদিকে আনসার্টেন রিগার্ড বিভাগে প্রদর্শিত রোমানিয়ার বোগদান মিরিকার ‘ডগস’ এবং প্যারালাল সেকশন ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইকে নির্বাচিত ফরাসি নারী নির্মাতা জুলিয়া ডুহকুনো পরিচালিত ‘গ্রেভ’ও ফিপরেস্কি পুরস্কার পেয়েছে। শনিবার (২১ মে) বিকেল ৫টায় প্যালেস ডি ফেস্টিভ্যাল ভবনের সালো দে অ্যাম্বাসাদরে ইন্টারন্যাশনাল ক্রিটিকস তথা ফিপরেস্কি পুরস্কার দেওয়া হয়। এই আয়োজনে ছিলেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। শুরুতে ফিপরেস্কি থেকে সম্মাননা স্মারক দেওয়া হয় তাকে।
অনুষ্ঠানে ইকুমেনিকাল জুরি পুরস্কার পেয়েছে জাভিয়ে দোলানের ‘ইটস অনলি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’। পুরস্কার গ্রহণের পর বক্তব্য দেওয়া শেষ করতেই তার চোখ ছলছল করে ওঠে। এছাড়া যুক্তরাজ্যের দুই ছবি আন্ড্রিয়া আর্নল্ড পরিচালিত ‘আমেরিকান হানি’ এবং কেন লোচের ‘আই, ড্যানিয়েল ব্লেক’ও পেয়েছে ইকুমেনিকাল জুরি পুরস্কার। দু’জনের কেউই ছিলেন না অনুষ্ঠানে। ছবিটির অভিনেত্রী সাশা লেন পুরস্কার গ্রহণ করে আন্ড্রিয়ার লিখে পাঠানো অনুভূতি পড়তে গিয়ে কেঁদে ফেলেন।

অনুষ্ঠানে সশরীরে ছিলেন না মারেন আদেও। ৩৯ বছর বয়সী এই পরিচালক রোববার (২২ মে) এসে পৌঁছাবেন কানে। কে জানে, কালকের রাত হয়ত হয়ে যাবে তার!

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, মে ২১, ২০১৬
জেএইচ/আইএ

** আসগর ফারহাদির ইরান ও কানে ফেরা

** লালগালিচায় তোলা ছবির দাম
** ইনভাইটেশন দিলে কোলাকুলি ফ্রি!
** মেয়রের মধ্যাহ্নভোজে দেড় ঘণ্টা
** ছক্কা হাঁকানোর দিনে!
***কান হয়ে উঠলো বাংলাদেশময়
** মল্লিকার উড়ন্ত চুম্বন
**
সোনমের পোশাক নিয়ে হাসাহাসি
** রাসেল ক্রো ও রায়ান গসলিংয়ের সঙ্গে সেলফি

** চলচ্চিত্রের মহাযজ্ঞে তুমুল ব্যস্ত দিন
** মারিয়ন ছড়ালেন ফরাসি সৌরভ

** কান ক্ল্যাসিকসে খান আতার ছবি
**
নতুন নতুন ও ধ্রুপদী ছবির মিলনমেলা
**বৃষ্টিভেজা কান...
**ঐশ্বরিয়া পেলেন লাল গোলাপের তোড়া

**স্টিভেন স্পিলবার্গের খুব সামনে
** লালগালিচায় তৌকীর-বিপাশা
**প্রস্তুতি ছাড়াই কান মাতালেন ঐশ্বরিয়া
** পাগলা হাওয়ার তোড়ে...
** এই রাত ক্লুনি-আমালের!
***আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া

***জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
***তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
***জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
***এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!

** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
** ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
** কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কান উত্সব ২০১৬ এর সর্বশেষ