ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কান উত্সব ২০১৬

লাক্স-কান কথা

যেভাবে বানায় স্বর্ণপাম

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মে ২২, ২০১৬
যেভাবে বানায় স্বর্ণপাম

কান (ফ্রান্স) থেকে: বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন আয়োজন কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জয় করা সব নির্মাতারই স্বপ্ন। ফরাসি ভাষায় এর নাম পাম দ্য’র।

কীভাবে আর কেনো এই নাম দেওয়া হলো পুরস্কারটির?

 

দক্ষিণ ফ্রান্সের কান শহরজুড়ে পামগাছের সারি। এটাই এই শহরের নিদর্শন। পাম গাছের চিরল পাতার মতোই দেখতে লজেন্স আকৃতির কাচের স্বচ্ছ স্বর্ণপাম পুরস্কার।

 

এবার এটি কার হাতে সেই ফয়সালা হবে আর কয়েক ঘণ্টা পরই। চলুন জেনে নিই পুরস্কারটির জানা-অজানা কিছু তথ্য।

* কান উৎসব শুরু হয় ১৯৪৬ সালে। তবে শুরুর দিকে শুধু একটি সনদপত্র আর গ্রাঁ প্রিঁ পুরস্কার দেওয়া হতো। ১৯৫১ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত এসবের পাশাপাশি ছিলো একটি শিল্পীর অটোগ্রাফ-সহ চিত্রকর্ম।

১৯৫৪ সালে রবার্ট ফাভ্রে লা ব্রেতের উদ্যোগে স্বর্ণপাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর আয়োজকরা অলঙ্কার সামগ্রী প্রস্তুতকারক কয়েকটি প্রতিষ্ঠানকে কানের নিদর্শন পামের চিরল পাতার মতো পুরস্কার তৈরির দায়িত্ব দেন। সেগুলোর মধ্যে লুসিয়েন ল্যাজনের নকশা নির্বাচন করা হয়।

* ১৯৫৫ সালে সর্বপ্রথম স্বর্ণপাম দেওয়া হয়। এটি জিতে ডেলবার্ট মান পরিচালিত মার্কিন ছবি ‘মার্টি’। এতে অভিনয় করেন আর্নেস্ট বর্গনাইন।

* ১৯৬৩ সালে সমালোচিত হওয়ায় পরের বছর থেকে ১৯৭৪ সাল পর্যন্ত আয়োজকরা স্বর্ণপাম বাদ দিয়ে গ্রাঁ প্রিঁ দেওয়ার রীতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ‌১৯৭৫ সালে ফের এটি চালু করা হয়।

এরপর থেকে স্বর্ণপামই পৃথিবীর সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কারের খেতাব ধরে রেখেছে। ১৯৭৭ সালে এর আকৃতি আধুনিকায়ন করা হয়। এটি নকশা করেন সুইস অলঙ্কার প্রতিষ্ঠান চপার্ডের সহ-সভাপতি ক্যারোলিন শিউফেলে। সেই থেকে প্রতি বছর ২০ হাজার ইউরো মূল্যের ট্রফিটি বিনামূল্যে তৈরি করে দিচ্ছে চপার্ড।

* স্বর্ণপাম পুরস্কারটি বানানো হয় ১৮ ক্যারেট সোনায় তৈরি ১৯টি পাতা দিয়ে। এর ওজন ১১৮ গ্রাম। এ ছাড়া ১ কিলোগ্রাম হীরার আকারের স্বচ্ছ কাচও বাঁকাভাবে জুড়ে দেওয়া হয় এতে। এই কাচ আনা হয় জার্মানি থেকে। এটি বানাতে সাতজন কর্মীর সময় লাগে ৪০ ঘণ্টা।

* ১৯৯৩ সালে ‘দ্য পিয়ানো’ ছবির জন্য নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন একমাত্র নারী নির্মাতা হিসেবে স্বর্ণপাম জিতেছেন।

* এ পর্যন্ত ৫৫বার দেওয়া হয়েছে স্বর্ণপাম। এর মধ্যে পাঁচবার যৌথভাবে দুটি ছবি এই পুরস্কার ভাগাভাগি করেছে।

* শুধু ছয়জন নির্মাতা দু’বার করে স্বর্ণপাম জিতেছেন। তারা হলেন আমেরিকার ফ্রান্সিস ফোর্ড কপোলা (১৯৭৪-এ ‘দ্য কনভারসেশন’ এবং ১৯৭৯ সালে ‘অ্যাপোক্যালিপস নাউ’), জাপানের শোহাই ইমামুরা (১৯৮৩ সালে ‘দ্য ব্যালাড অব নারাইয়ামা’ ও ১৯৯৭-এ ‘দ্য ইল’), ডেনমার্কের বিলি অগাস্ট (১৯৮৮ সালে ‘পেলে দ্য কনকুয়েরর’ এবং ১৯৯২ সালে ‘দ্য বেস্ট ইনটেনশন্স’), সার্বিয়ার এমির কুস্তুরিকা (১৯৮৫ সালে ‘হোয়েন ফাদার ওয়াজ অ্যাওয়ে অন বিজনেস’ ও ১৯৯৫ সালে ‘আন্ডারগ্রাউন্ড’), বেলজিয়ামের জ্যঁ-পিয়েরে দারদেন ও লুক দারদেন (১৯৯৯ সালে ‘রোসেট্টা’ ও ২০০৫-এ ‘দ্য চাইল্ড’) এবং জার্মানির মাইকেল হানেকি (২০০৯-এ ‘দ্য হোয়াইট রিবন’ ও ২০১২ সালে ‘লাভ’)।

* দু’টি ছবি একই সঙ্গে স্বর্ণপাম জেতার সম্ভাবনা থেকে কিংবা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রস্তুতি হিসেবে অতিরিক্ত পুরস্কার বানিয়ে রেখে দেওয়া হয়। তবে এতে কোনো দিন-তারিখ উল্লেখ থাকে না।

* স্বর্ণপাম পুরস্কার তৈরি হয়ে গেলেও নিরাপত্তার কথা ভেবে অলঙ্কার প্রতিষ্ঠান চপার্ডের সিন্দুকে গোপনীয়তার সঙ্গে এটি রাখা হয়। পুরস্কার বিতরণীর ঠিক এক মিনিট আগে তা হাতে পান আয়োজকরা।

* ২০০০ সাল থেকে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীকে ছোট আকারের স্বর্ণপাম পুরস্কার দেওয়া হচ্ছে।

** লালগালিচা লালে লাল!
**কার ভাগ্যে স্বর্ণপাম?

** শেষ মঞ্চ প্রস্তুত
** শেষবেলায় মেল গিবসনের অ্যাকশন
** জিতে গেলো সাদাকালো যুগের প্রেম
** ফিপরেস্কি জিতে স্বর্ণপামের সম্ভাবনা
** আসগর ফারহাদির ইরান ও কানে ফেরা
** লালগালিচায় তোলা ছবির দাম

** ইনভাইটেশন দিলে কোলাকুলি ফ্রি!
** মেয়রের মধ্যাহ্নভোজে দেড় ঘণ্টা
** ছক্কা হাঁকানোর দিনে!
***কান হয়ে উঠলো বাংলাদেশময়
** মল্লিকার উড়ন্ত চুম্বন
**
সোনমের পোশাক নিয়ে হাসাহাসি
** রাসেল ক্রো ও রায়ান গসলিংয়ের সঙ্গে সেলফি

** চলচ্চিত্রের মহাযজ্ঞে তুমুল ব্যস্ত দিন
** মারিয়ন ছড়ালেন ফরাসি সৌরভ

** কান ক্ল্যাসিকসে খান আতার ছবি
**
নতুন নতুন ও ধ্রুপদী ছবির মিলনমেলা
**বৃষ্টিভেজা কান...
**ঐশ্বরিয়া পেলেন লাল গোলাপের তোড়া

**স্টিভেন স্পিলবার্গের খুব সামনে
** লালগালিচায় তৌকীর-বিপাশা
**প্রস্তুতি ছাড়াই কান মাতালেন ঐশ্বরিয়া
** পাগলা হাওয়ার তোড়ে...
** এই রাত ক্লুনি-আমালের!
***আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া

***জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
***তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
***জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
***এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!

** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
** ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
** কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মে ২২, ২০১৬
জেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কান উত্সব ২০১৬ এর সর্বশেষ