ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

তোমাদের নজরুল

মীম নোশিন নাওয়াল খান, কন্ট্রিবিউটিং এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৩
তোমাদের নজরুল

নজরুলকে চেনো তো? চেনারই কথা। তিনি যে আমাদের জাতীয় কবি।

কে না চেনে তাকে! তাকে চেনো, বেশ ভালো কথা। কিন্তু তার লেখাগুলোর সাথে কী পরিচয় আছে?

জানি, উত্তর দিতে তোমায় ভাবতে হবে না। নজরুলের কিছু লেখা তো তোমার কাছে নিশ্চয়ই পরিচিত। মায়ের মুখে শুনেছ, একটু একটু করে পড়েছ পাঠ্যবইয়েও।

২৭ আগস্ট আমাদের জাতীয় কবির মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এদিনে তিনি মারা যান। এ উপলক্ষে তোমাদের নজরুলের কিছু লেখার সাথে পরিচয় করিয়ে দেব। আর আমি এটাও জানি, তাদের সাথে দারুণ বন্ধুত্ব হবে তোমাদের। প্রতিদিন তাদের পড়তে ইচ্ছে হবে। শব্দগুলোকে আদর করে বাক্যগুলোর গায়ে হাত বুলোতে ইচ্ছে হবে।

আর মজার কথা কী জানো? নজরুলের লেখা পড়লে তোমার আরো দুটো চোখ হয়ে যাবে। সে চোখে তুমি দেখবে সুন্দর সব স্বপ্ন। অধরা কল্পনা এসে ধরা দেবে দৃষ্টিসীমায়।

আমাদের নজরুল এমনই লিখতেন। স্বপ্ন দেখানো লেখা। কলমে জাদু ছিল তার। কাগজটাকে ইচ্ছেমতো রাঙাতেন স্বপ্নের কথায়, বাঁচতে শেখার কথায়, লড়তে শেখার কথায়। বলতেন অন্যায়ের নিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা, সংগ্রামী হওয়ার কথা। তেমন একটা কবিতা শুনবে? অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কবিতা?

বিদ্রোহী

বল বীর -
          বল উন্নত মম শির!
শির নেহারি আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রীর!
               বল বীর -
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি`
          চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি`
          ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া,
          খোদার আসন "আরশ" ছেদিয়া
               উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর!
মম ললাটে রুদ্র-ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
               বল বীর -
          আমি চির-উন্নত শির!
আমি চিরদুর্দ্দম, দুর্বিনীত, নৃশংস,
মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস,
আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর!
               আমি দুর্ব্বার,
আমি ভেঙে করি সব চুরমার!
আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,
আমি দ`লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃংখল!
আমি মানি নাকো কোনো আইন,
আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম,
                              ভাসমান মাইন!
আমি ধূর্জ্জটী, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর!
আমি বিদ্রোহী আমি বিদ্রোহী-সূত বিশ্ব-বিধাত্রীর!
               বল বীর -
           চির উন্নত মম শির!

কেমন লাগল? এই কবিতাটাই কিন্তু নজরুলকে বিদ্রোহী কবি হিসেবে খ্যাতি এনে দিয়েছিল। তুমিও নিশ্চয়ই কবিতাটা পড়ার সময় কবির মতোই নিজেকে অনেকভাবে বিদ্রোহী রূপে দেখতে পাচ্ছিলে? এজন্যই বলেছি, নজরুলের কবিতা পড়ার সময় তোমার আরো দুটো চোখ হয়ে যাবে।

নজরুল শুধু এমন বিদ্রোহের কবিতাই লেখেননি, লিখেছেন তোমাদের কথাও। ভাবছ তোমাদের কথা মানে কী? মানে তমরা যা করো, প্রতিদিনের ছোটোখাটো দুষ্টুমিগুলো, ফুল-পাখিদের সাথে বন্ধুত্ব- সবই নজরুল কলমে তুলে ফেলেছেন। এবার চলো নজরুলের একটা দুষ্টু বালককে নিয়ে লেখা কবিতা পড়া যাক।  

প্রকৃতির সাথে তোমাদের ভীষণ ভাব, তাই না? শহরে থেকে হয়তো প্রকৃতির খুব কাছে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না আমাদের, কিন্তু তবুও ফুল-পাখি-লতা-পাতা কে না ভালোবাসে! সেই ফুল-পাখি দেখে তোমাদের যে আনন্দ, তাও কিন্তু আমাদের জাতীয় কবি খুব সুন্দর করে তার কবিতায় তুলে ধরেছেন। শোনো-

ঝিঙেফুল

ঝিঙেফুল! ঝিঙেফুল!
সবুজ পাতার দেশে ফিরোজিয়া ঝিঙে কুল-
ঝিঙেফুল।
গুল্মে পর্ণে
লতিকার কর্ণে
ঢল ঢল স্বর্ণে
ঝলমল দোলে দুল-
ঝিঙেফুল।
পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোঁটাতে,
গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে।
পউষের বেলা শেষ
পরি জাফরানের বেশ
করে তোল মশগুল-
ঝিঙেফুল।
শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুখু রে
আলুথালু ঘুমু যাও রোদে-গলা দুকুরে।
প্রজাপতি ডেকে যায়-
‘বোঁটা ছিঁড়ে চলে আয়। ’
আসমানে তারা চায়-
‘চলে আয় এ অকুল!’
ঝিঙেফুল।
তুমি বল- ‘আমি হায়
ভালোবাসি মাটি-মায়,
চাই না এ অলকায়-
ভালো এই পথ-ভুল। ’
ঝিঙেফুল।

তোমাদের জন্য এমন অনেক মজার আর সুন্দর সব কবিতা আছে নজরুলের। সব তো একবারে দিতে পারছি না, তবে নজরুলের কিছু ছোটদের জন্য উল্লেখযোগ্য লেখার কথা বলে দিচ্ছি। সংগ্রহ করে পড়ে নিও। প্রতিটা লেখাই ভালো লাগতে বাধ্য।

তোমাদের জন্য নজরুলের অসম্ভব সুন্দর একটা কবিতার বই আছে। কী নাম জানো? এই কবিতাটার নামে নাম। “ঝিঙেফুল। ” এখানে একসাথে তুমি নজরুলের অনেক লেখা পেয়ে যাবে। এছাড়াও ছোটদের জন্য নজরুলের আরো কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে, সঞ্চয়ন, ঘুমজাগানো পাখি, ঘুমপাড়ানি মাসিপিসি।

‘পুতুলের বিয়ে’ নজরুলের লেখা তোমাদের জন্য অসাধারণ একটি নাটক।

তো বন্ধুরা। আর দেরি কেন? চটজলদি লেগে পড়ো নজরুলের লেখাগুলো সংগ্রহ করতে। আর তারপর? তারপরেরটুকু আর আমায় কেন বলতে হবে? তোমার সাথে লেখাগুলোর একাই খুব ভালো বন্ধুত্ব হয়ে যাবে।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৩
এএ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।