ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চিরন্তন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১
চিরন্তন

মহারাজা কৃষ্ণচন্দ্র  গোপালের সাথে একদিন রসিকতা করার জন্য বললেন ‘গোপাল কাল রাতে তোমাকে স্বপ্নে দেখলাম। তুমি আর আমি কোথায় যেন যাচ্ছি।

কিছুদূর যাওয়ার পর তুমি পড়ে গেলে বিষ্টা’র গর্তে আর আমি পড়ে গেলাম মধুর গর্তে। এই বলে মহারাজ প্রচন্ড হাসতে লাগলেন। গোপালও ছাড়বার পাত্র নয়। এবার গোপাল বলা শুরু করল। মহারাজ আশ্চর্যের কথা হল আমিও একই স্বপ্ন দেখেছি তবে আমি দেখেছি পরের টুকু। মহারাজ উৎসাহের সঙ্গে জিজ্ঞাসা করলেন, স্বপ্নের পরের টুকু? গোপাল তখন বলা শুরু করলো, ‘তাতে দুজনার যা অবস্থা হল তাতে ঐ ভাবে তো পথ চলা যায় না। তাই আমরা জলাশয় এর সন্ধান করতে লাগলাম কিন্তু জলাশয় এর সন্ধান না পেয়ে অগত্যা আমি আপনার শরীর আর আপনি আমার শরীর চাটতে লাগলেন। একথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র এর বমি আসতে লাগলো। মহারাজা বুঝতে পারলেন গোপালকে জব্দ করা কতটা বিপদের।

সংগ্রহে : আবীর ফেরদৌস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।