ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

একুশের শ্রদ্ধাঞ্জলি

ভাষাশহীদ রফিকউদ্দিন আহমদ

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
ভাষাশহীদ রফিকউদ্দিন আহমদ

রফিকউদ্দিন আহমদ আমাদের অন্যতম ভাষাশহীদ। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে রাজপথে নেমে ভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন তিনি।


১৯২৬ সালের ৩০ অক্টোবর মানিকগঞ্জের সিংগাইরের পারিল বলধারা গ্রামে জন্ম রফিকউদ্দিনের। বাবা আবদুল লতিফ ও মা রাফিজা খাতুন।
কলকাতার মিত্র ইনস্টিটিউট ও মানিকগঞ্জের বায়রা স্কুলে পড়েছেন রফিক। তারপর ভর্তি হন মানিকগঞ্জের দেবেন্দ্রনাথ কলেজে। পড়াশোনা শেষ করতে পারেননি তিনি। ঢাকায় এসে বাবার সঙ্গে প্রেসের কাজ পরিচালনার দায়িত্ব নেন। এরপর ভর্তি হয়েছিলেন জগন্নাথ কলেজে (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়)।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রফিকউদ্দিনসহ অনেকে সরকারের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা মেডিকেল কলজেরে সামনে রাজপথে নেমে আসেন। তাদের উপর নির্মমভাবে গুলি চালায় পুলিশ।

এসময় একটি গুলি সরাসরি এসে লাগে রফিকউদ্দিনের মাথায়। এতে তার খুলি উড়ে যায় এবং মগজ ছিটকে পড়ে। তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। রাতে তাকে কবর দেওয়া হয় ঢাকার আজিমপুর কবরস্থানে।
ভাষাশহীদ রফিকউদ্দিন বাঙালির গর্ব, বাঙালির অহংকার। তিনি তার কীর্তির জন্য বাঙালির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।



বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।