ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মেলায় বাবুল আকতারের ‘বৃদ্ধ দাদুর অজানা কাহিনী’

বইমেলা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
মেলায় বাবুল আকতারের ‘বৃদ্ধ দাদুর অজানা কাহিনী’

ঢাকা: বইমেলায় প্রকাশিত হলো বাবুল আকতার-এর শিশুতোষ গল্পের বই ‘বৃদ্ধ দাদুর অজানা কাহিনী’।

সুন্দরবন অঞ্চল থেকে অপহৃত হয়ে ভারত মহাসাগরের একটি দ্বীপে ত্রিশ বছর বন্দি ছিলেন এই দাদু।

ফিরে এসে তার শোনানো রোমাঞ্চকর নানা কাহিনী নিয়েই এগিয়েছে বইটির গল্পগুলো।

বইটিতে মোট দশটি গল্প রয়েছে। গল্পগুলো শিশু-কিশোরদের একদিকে যেমন আনন্দ দেবে অন্যদিকে প্রকৃতি ও পরিবেশ ‍সম্পর্কে ‍সচেতন করবে।

বাবুল আকতার ভূগোল ও পরিবেশ বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন ১৯৯৭ সালে। ১৯৯৯ সাল থেকে শিক্ষকতা পেশায় নিয়োজিত।

চর্চা গ্রন্থ প্রকাশ থেকে প্রকাশিত হওয়া এ বইটির অলংকরণ করেছেন শামীম আক্তার। মূল্য ১৫০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের ৩৩০ নম্বর স্টলে।



বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।