ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

স্বাধীনতার রাখিবন্ধন | সুব্রত চৌধুরি

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
স্বাধীনতার রাখিবন্ধন | সুব্রত চৌধুরি

ভাই গেছে যুদ্ধে আমার
মাস যে হলো পার,
খেতে বসে বিষম খান
নিদ আসে না মা’র।

থেমে থেমে গোলা পড়ে
ফোটে যেন খৈ,
থেকে থেকে বিলাপ মায়ের
খোকন গেলি কই?

খোকন এখন নয়কো খোকা
মুক্তি সেনা বীর,
অস্ত্র হাতে শত্রু মারে
ধুলায় লুটায় শির।



যুদ্ধ শেষে ভাই ফেরে না
মা যে মোছেন আঁখি,
ভাইয়ের রক্তে আজ পরেছি
স্বাধীনতার রাখি।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।