ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

একা | নাজিয়া ফেরদৌস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
একা | নাজিয়া ফেরদৌস

আজকাল মা ব্যস্ত থাকেন নানান কাজে।
আমি ভাবি, সেদিনও কি এমন ছিলো
যেদিন তিনি সেজেছিলেন বধূর সাজে?

আজকাল আর মায়ের বেশি পাইনা দেখা।


হঠাৎ করে একটু দেখি
পরক্ষণেই আবার একা।

এখন আমার সময় কাটে একলা বসে।
খেলতে খেলতে কখন যেনো ঘুমিয়ে পরি
গভীর রাতে মা দেখে যান একটু হেসে।

যেদিন আমি জন্মেছিলাম পৃথিবীতে,
সেদিনও কি ছিলাম আমি এত্ত একা?
তখন কি ইচ্ছে হলেই পেতাম আমি,
মায়ের ওই মায়াভরা মুখের দেখা?

পৃথিবীতে এমন কোনো মন্ত্র আছে?
যার বলে মা সারাক্ষণ থাকবে  কাছে!

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এসএমএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।