ঢাকা, মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শরৎ ঋতু আঁকে | অালমগীর কবির

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
শরৎ ঋতু আঁকে | অালমগীর কবির

রং তুলিতে রুমপা মণি
শরৎ ঋতু আঁকে,
শিউলি ফুলের বকুল ফুলের
সুবাস আসে নাকে;
আঁকার খাতায় কাশের বনে
ফড়িং উড়তে থাকে।

গুনগুনিয়ে ভ্রমর ছোটে
নতুন কলির ডাকে,
ঘাসের বনে কিশোর হেঁটে
ভোরের শিশির মাখে,
রঙে রেখায় রুমপা মণি
এই ছবিটাও আঁকে।

বন পেরিয়ে চাঁদটা হাসে
হাজার তারার ফাঁকে,
গল্প বলো ছোট্ট খোকন
বায়না জানায় মাকে;
মায়ের মুখের গল্প শোনে
জোনাক ঝাঁকে ঝাঁকে;
রঙে রেখায় রুমপা মণি
এই ছবিটাও আঁকে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।