বুকটা জুড়ে চন্দ্র তারা
ভালোবাসার আলোক ধারা
সবার সুখে হাসবে বলে।
মা ও মাটির বন্ধু বলো,
সেই মানুষটার জন্ম হলো,
স্বাধীনতার গান শুনিয়ে
স্বপ্ন আশার তান শুনিয়ে
সব অনাচার নাশবে বলে।
তাঁরই ডাকে শ্রমিক-কৃষাণ
আনলো জয়ের মুকুট নিশান,
সবার বুকের ভাষায় ছিলো
হয়তো এদেশ আশায় ছিলো
সেই মানুষটা আসবে বলে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এইচএ/