ইতিহাসের নায়ক যিনি
আমরা চিনি তাকে
স্বপ্ন সুখের হাজার ছবি
আঁকেন বাঁকে বাঁকে।
তার নির্দেশে মুক্তিযুদ্ধ
সোনার বাংলাদেশে
সেই মাটিতে পা পড়ে তার
দিগ্বিজয়ীর বেশে।
পাক সেনারা বন্দি করে
রাখেন কারাগারে
তাই বলে কি বাঙালিরা
হারার আগে হারে?
তার প্রেরণা নির্দেশনা
যুদ্ধে আনে জয়
আসে নতুন আলোর প্রভাত
দূর করে সব ভয়।
সেই জয়েরই মহানায়ক
আসেন দেশে ফিরে
স্বপ্ন হাজার অংকিত হয়
তাকেই ঘিরে ঘিরে।
কী এক আবেগ ছিলো সেদিন
ভাসছিলো চোখ জলে
মুক্ত হয়ে স্বদেশ ফিরেন
মৃত্যু পায়ে দলে।
সেদিন ছিলো বাহাত্তরের
দশই জানুয়ারি
বঙ্গবন্ধুর ফেরার দিনটা
ভুলতে কি আর পারি?
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
এএ