ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

লক্ষ্মীপুর-১ আসনে পবনের প্রার্থিতা বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
লক্ষ্মীপুর-১ আসনে পবনের প্রার্থিতা বহাল হাবিবুর রহমান পবন

ঢাকা: আচরণবিধি লঙ্ঘনের দায়ে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) আদেশের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম ‘নো অর্ডার’ আদেশ দেন।

ফলে নির্বাচনে অংশ নিতে এ প্রার্থীর আর কোনো বাধা রইলো না।  

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) দেখে নেওয়ার হুমকির ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে গত ২ জানুয়ারি হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করে ইসি।  

নির্বাচনী অপরাধসহ ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটনের দায়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ এর ৯১(ই) অনুচ্ছেদের ২ ধারা অনুযায়ী পবনের প্রার্থিতা বাতিল করা হয়।

এর বিরুদ্ধে তিনি রিট করলে গত ৩ জানুয়ারি বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ইসির আদেশ স্থগিত করে রুলে জারি করেন।

এরপর ইসি ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে। যেটিতে বৃহস্পতিবার সাড়া দেননি আপিল বিভাগের চেম্বার আদালত।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী হলেন বর্তমান সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। ছয়জন প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

আরও পড়ুন...
নির্বাচন-পূর্ব অনিয়ম: লক্ষ্মীপুরের পবনের প্রার্থিতা বাতিল

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৪
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।