ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

সিনিয়র জেলা জজ ইমান আলী শেখ আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
সিনিয়র জেলা জজ ইমান আলী শেখ আর নেই

ঢাকা: সিনিয়র জেলা ও দায়রা জজ ড. ইমান আলী শেখ ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের মৃত্যুতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়া শোক জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

মঙ্গলবার বাদ যোহর ঢাকার পশ্চিম কাফরুল বড়বাড়ী জামে মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। দ্বিতীয় জানাজা রাজবাড়ী জেলার সদর থানার বরাট ইউনিয়নে তার গ্রামের বাড়িতে বাদ এশা অনুষ্ঠিত হবে।

ড. ইমান আলী শেখ ১৮তম বিসিএস ব্যাচের বিচার বিভাগীয় কর্মকর্তা ছিলেন। কর্মজীবনে তিনি বগুড়া ও ঢাকায় সহকারী জজ, শরীয়তপুর ও গাইবান্ধায় সিনিয়র সহকারী জজ, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক, নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ, সিরাজগঞ্জ ও যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ, জামালপুর ও শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এবং আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (জেলা জজ) হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।