ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

গয়েশ্বর চন্দ্র ও নিপুণ রায়ের আগাম জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
গয়েশ্বর চন্দ্র ও নিপুণ রায়ের আগাম জামিন

ঢাকা: গত ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন ও রমনা থানায় করা পৃথক ছয় মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ২৫ মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জের এক মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকেও ২৫ মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছেন।

জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে তাদেরকে সেশন কোর্টে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।  

সোমবার (২২ জানুয়ারি) পৃথক আবেদনে বিচারপতি মো.হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আজ আদালতে বিএনপির দুই নেতার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরী, ড.ফরিদুজ্জামান ফরহাদ ও মিথুন রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।

পরে নিতাই রায় চৌধুরী জানান, ২৮ অক্টোবর পল্টন মহাসমাবেশের দিন একটি ঘটনা ঘটে। ওই ঘটনায় রমনা ও পল্টন থানায় নাশকতার অভিযোগে বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে ছয়টি মোকদ্দমা করা হয়। এসব মামলায় বিস্তারিত শুনানি নিয়ে ২৫ মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছেন। মেয়াদ শেষ হওয়ার আগে মেট্রোপলিটন সেশন জজ কোর্টে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।

দক্ষিণ কেরানীগঞ্জে নাশকতার একটি মামলায় অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকেও ২৫ মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছেন বলে জানান আইনজীবী নিতাই রায় চৌধুরী।   

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
ইএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।